Thursday, July 28, 2016

Contraband (2012) Review

ছবির নাম- Cotraband (2012)

ক্রিস ফ্যারাডে (Mark Wahlberg) একজন সিকিউরিটি ফার্মের মালিক। তার শ্যালক Andy (Caleb Landry Jones) ড্রাগ পাচার করতে গিয়ে ব্যর্থ হয় এবং ক্রাইম লর্ডের কাছে প্রচুর টাকা দেনা করে ফেলে। ক্রিস ফ্যারাডে তার শ্যালককে বাচানোর জন্য তার পুরোনো পেশা স্ম্যাগলিং এ ফিরে যায়। সে পানামার উদ্দেশ্যে রওনা দেয় সুপার নোট পাচার করা জন্য। এদিকে ক্রাইম লর্ড তার টাকার জন্য ক্রিসের বাড়িতে হামলা করে। ক্রিসকে তার পুরোনো দক্ষতাকে কাজে লাগিয়ে এ বিপদ থেকে বাচতে হবে।
এ ছবির প্রতিটি বাঁকে বাঁকে অন্যরকম থ্রিল অনুভব করবেন।
IMDB Rating..........:: 6.5/10
Genre......................:: [Action, Crime, Drama]

## ডাউনলোড সাইজ- 700 MB (Direct +  টরেন্ট)
--------------------------------------------
## ডাউনলোড লিংক-  http://bit.ly/2a77met
---------------------------------------------

No comments:

Post a Comment