Sunday, September 25, 2016

মুভি রিভিউ: রক্ত: Fight for Blood


সিনেমাঃ রক্ত - Fight for Blood
পরিচালকঃ ওয়াজেদ আলী সুমন

প্রযোজনাঃ জাজ মাল্টিমিডিয়া (বাংলাদেশ) এবং এসকে মুভিজ (ভারত) ।
বাংলাদেশ এবং কলকাতা যেখানের কথাই বলেন না কেন, চারিদিকে দেখবেন প্রেম কাহিনী ছাড়া সিনেমাই হয়না। সেদিক থেকে রক্ত আলাদা। একশন নির্ভর সিনেমা এটি, তাই একটু ভিন্ন স্বাদ পাওয়া যাবে।
গল্প নিয়ে কিছু বলতে চাচ্ছিনা, যারা দেখবেন তারা উপভোগ করলেই ভালো হবে।
তবে মোটামুটি ভাবে বলা যায় এই সিনেমার মূল চরিত্র সানিয়া। সে পূর্বের কিছু প্রতিশোধ নেয়ার জন্য তার টার্গেটে এগিয়ে যেতে থাকে।
সিনেমাটি দেখে বোরিং লাগেনি, গল্প একের পর এক ক্লাইম্যাক্স দিয়ে এগিয়ে গেছে। 
তবে কিছু অবাস্তব সিন ছিলো। যেমন পরীমণির দুই হাত দিয়ে গাড়ি জাগিয়ে ফেলা। এরপরে তার হাত ভাঙ্গেনি, কিন্তু গায়ে বিভিন্ন জায়গায় কাটা দাগ দেখা গেছে! কেমনে কি? গানগুলো ভালো ছিলো। তবে হতাশার ব্যাপার বাংলাদেশী কোনো গায়ক বা গায়িকা ছিলোনা। অন্যদিকে ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি, কালার কারেকশন সবগুলোই ভালো ছিলো। পরিচালনাও ভালো হয়েছে। সেক্ষেত্রে আমি ৭/১০ দেবো।
তবে বিনা কারণে kissing scene দেয়ার কারণটা বুঝলাম না। কেউ জানলে জানাবেন :/
সিনেমার কাহিনী তেমন জোড়ালো না হলেও একেবারে খারাপ লাগেনি। সময় কাটানোর জন্য দেখে আসতে পারেন সিনেমাটি। আশা করি হতাশ হবেন না।

N.B. This movie review first publish in FB Group- Movie Lovers of Bangladesh by Mainul Islam Abir

-------------------- Additional TAG----------------------------
Bangla Movie Review
Rokto Movie Review
Porimoni Movie
Bangladeshi Movie


No comments:

Post a Comment